ঢাকাTuesday, 20 January 2026 - 08:46 PM
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণঅধিকার পরিষদকে ২টি আসনের আশ্বাস দিল বিএনপি

admin
December 21, 2025 11:19 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদকে দুটি আসন প্রদানের বিষয়ে নিশ্চিত করেছে। এই আসন দুটি পটুয়াখালী-৩ এবং ঝিনাইদহ-২।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছায়।

সূত্র আরও জানায়, নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেশ আগেই ২৫ জনের প্রার্থী তালিকা দিয়েছিল গণঅধিকার পরিষদ। বৈঠকে গণঅধিকারের পক্ষ থেকে এই তালিকার মধ্য থেকে ১০টি আসন চাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানকে আশ্বস্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে গণঅধিকারের পক্ষ থেকে ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও-২ এবং হাসান আল মামুনের জন্য নেত্রকোনা-২-সহ আরও চারটি আসনের ওপর জোর দেওয়া হয়। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, বৈঠকে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আগেই ২৫টি আসনের তালিকা দিয়েছিলাম। আজকে বলেছি, এই তালিকার ভেতর থেকে আপনারা যাচাই-বাছাই করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থায়ী কমিটিতে এ ব্যাপারে আলোচনা করবে।

এদিকে নির্বাচনী বিধি অনুযায়ী, গণঅধিকার পরিষদকে নিজ প্রতীক ‘ট্রাক’ নিয়ে লড়তে হবে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।