গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাশতলী এলাকায় মকস বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবির ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে রোববার সকালে তৃতীয় জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নাম মেহেদী হাসান (১৮)।সে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে। মেহেদীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কালিয়কৈর থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ শিক্ষার্থীদের মধ্যে পরের দিন শনিবার ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা জানায়, শুক্রবার বিকেলে মকশ বিলে নৌকা ডুবে নিখোঁজ হয় তিন বন্ধু। তারা সবাই এ বছর এসএসসি পাস করেছে। পরে নিখোঁজ দুইজনের লাশ শনিবার উদ্ধার করা গেলেও মেহেদীকে পাওয়া যায়নি। মেহেদী কে খুঁজতে টানা ৭২ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী। রোববার সকাল সাড়ে ৫ টার দিকে তার লাশ পানিতে ভেসে ওঠে। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করেন। কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান,নৌকাডুবির ঘটনায় তিন জনের মধ্যে দুইজনের লাশ আগেই উদ্ধার করা হয়েছে। মেহেদির লাশ আজকে ( রবিবার) ভোরে পাওয়া গেছে।