ঢাকাTuesday, 20 January 2026 - 08:02 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা:মনোনয়ন বাণিজ্যের অভিযোগ

admin
January 19, 2026 9:53 pm
Link Copied!

মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও অপর একজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অপরজন হলেন, জাতীয় পার্টির নেতা ও কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

আক্তার হোসেন জানান, মশিউর রহমান রাঙ্গা সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থাকাকালে পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়ে এক কোটি ৭০ লাখ টাকা ঘুষ হিসেবে প্রদান/গ্রহণ করেন। তারা পারস্পরিক যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর, লেনদেনের অপরাধে দণ্ডবিধির ১৬১/১৬৫/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে কমিশন থেকে রাঙ্গার সম্পদের তথ্য যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।