ঢাকাTuesday, 20 January 2026 - 07:55 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় নিয়ে ঘরে ফিরবো : ছাত্রদল সভাপতি

admin
January 18, 2026 7:16 pm
Link Copied!

আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির পক্ষে নির্বাচনি প্রচারে নামবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তিন দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এ কথা বলেন।

রাকিব বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, যাদের বিগত দেড় বছর সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ প্রবেশ ছিল। যারা ক্ষমতা এক্সারসাইজ করেছে। তারা কোনো ষড়যন্ত্র করছে। জোটের নামে যখন তাদের ইকুয়েশন মেলেনি, তারা কিন্তু ফাঁক-ফোকর খুঁজে বেড়াচ্ছে যে, কোন প্রক্রিয়ায় নির্বাচন থেকে বের হওয়া যায়।’

তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যদি কেউ ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন নসাৎ করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে আপনারা প্রস্তুত থাকবেন, যারা ধর্ম বিক্রি করতে যাবে, তাদের মুখোশ উন্মোচন করবেন। যারা অপ্রকাশ্য রাজনীতি করতে যাবে, তাদের মুখোশ উন্মোচন করবেন।

রাকিব বলেন, ‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।’

তিনি এ সময় হুঁশিয়ারি করে বলেন, আমাদের দাবি আদায় না হলে, আমরা সারারাত ধরে তাদের অবরুদ্ধ করে রাখবো।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।