গাজীপুরের কোনাবাড়ীতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ইংরেজি নতুন বছর ২০২৬ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) গার্ডিয়ান লাইফ কোনাবাড়ী শাখার আয়োজনে এ বর্ষবরণ অনুষ্ঠানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ী এরিয়া অফিসের মোঃ রনির সঞ্চালনায় ও এরিয়া ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের সাভার রিজিওনের ভাইস প্রেসিডেন্ট মোঃ আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইপিজেড এরিয়ার ডি.আর.এম মোঃ আমিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চন্দ্রা এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোঃ হারুন অর রশিদ এবং নন্দিত টেলিভিশনের মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোনাবাড়ী এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিজানুর রহমান।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুরোনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছর ২০২৬-কে বরণ করে নিয়েছি। নতুন বছরে সবাই নিজ নিজ লক্ষ্যে পৌঁছাবে এবং গার্ডিয়ান লাইফকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালে গার্ডিয়ান লাইফের কর্মীরা নিজ নিজ পদবীতে সেরা হয়ে দেশসেরা ইন্স্যুরেন্স কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।