গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানার আওতাধীন ৮নং ওয়ার্ড দেউলিয়াবাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা (আজ) কোনাবাড়ী মেট্রো থানা ৮নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ বেলায়েত হোসেন মহুরি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব জনাব মোঃ আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল হামিদ মিয়া এবং কোনাবাড়ী থানা যুবদলের আহ্বায়ক সদস্য জনাব জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি জনাব আলহাজ্ব মির্জা জামাল সুলতান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ রাজিব মিয়া।
দোয়া মাহফিলে কোনাবাড়ী বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
আলোচনা শেষে দেউলিয়াবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ আবরারুল হক সাঈদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরিশেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

