ঢাকাTuesday, 20 January 2026 - 03:52 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার

admin
December 23, 2025 8:07 pm
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।

আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে জানিয়েছেন।

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) স্বতত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করার কথা রয়েছে রুমিন ফারহানার।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবার দোয়ায় এই আসনে আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সঙ্গে তারা জোট করেছে, তাই আসন না দিলে তো জোট হয় না।

মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই দল এই আসনটি ছেড়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া দল দলের নানান হিসাব ও নিকাশ রয়েছে। তাই আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন দলের প্রতি আমার র্দীঘ দিনের ত্যাগ রয়েছে। আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে বলেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে সংসদ নির্বাচনে অংশ নিব।

স্বতন্ত্র নির্বাচন করলে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় তারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে কাউকে বাধা দিতে পারব না

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।