তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে নিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। শুক্রবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবিদ বলেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর যে গুলিবর্ষণ করা হয়েছিল সেটাও কিন্তু তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেটাকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার একটা পাঁয়তারা ছিল। সেই জুলাইয়ের স্পিডকে সামনে রেখে আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই। এই পৃথিবীর বুকে এমন কোন শক্তি এখনো পর্যন্ত জন্মায় নাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করতে পারে।