বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। এই সংবাদ প্রচার হওয়ার পর পরই বগুড়াসহ এই অঞ্চলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে অন্যরকম কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিএনপির এই শীর্ষ নেতা ফিরছেন স্বদেশ ভূমিতে তাই বগুড়ার মানুষের মধ্যে বিশেষ কৌতুহল কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বগুড়ার মাটি ও মানুষের সন্তান বলেই মনে করেন এই অঞ্চলের মানুষ। এ কারনেই তাকে নিয়ে এই অঞ্চলের মানুষের বিশেষ কৌতূহল রয়ে গেছে।
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ক্ষণ ঠিক হওয়ায় বগুড়ায় তার জন্য বাড়ি সংস্কার কাজ শুরু করা হয়েছে। বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা হেলালুজ্জামন তালুকদার লালু’র শহরের সুত্রাপুরস্থ বাড়ি চম্পা মহলের দক্ষিণে তারেক রহমানের বাড়িটি সংস্কার করছেন সাবেক এসপি লালু। তারেক রহমান বগুড়ায় এসে এই বাড়িতে অবস্থান করে ইতোপূর্বে তার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছেন। বিশেষ করে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে তিনি চম্পা মহলের পাশে তার বাড়িতে অবস্থান করতেন।
সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু জানান, চম্পামহলের দক্ষিণে যে বাড়িটিতে ইতোপূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করতেন সেইবাড়ি তারেক রহমানের অর্থায়নে নির্মিত হয়েছে।