ঢাকাTuesday, 20 January 2026 - 05:39 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পেছাবে কি এসএসসি পরীক্ষা?

admin
December 21, 2025 6:18 pm
Link Copied!

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পেছাতে পারে। সবকিছু চূড়ান্ত হলে আগামী বছরের এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সূত্রে জানা গেছে, এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার রুটিনসহ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণত এ মাসেই এসএসসি পরীক্ষা শুরু হয়। তবে নির্বাচনের সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এ কারণেই এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।

এর আগেও বিভিন্ন কারণে এসএসসি পরীক্ষা পিছিয়েছে। ২০২০ সাল পর্যন্ত এ পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যেই শেষ হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে ব্যতিক্রম ঘটে; সে বছর ১৪ নভেম্বর পরীক্ষা শুরু হয়। ২০২২ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর থেকে এবং ২০২৩ সালে শুরু হয় ৩০ এপ্রিল। সর্বশেষ ২০২৪ সালে এসএসসি পরীক্ষা আবার স্বাভাবিক সময়ে, ১৫ ফেব্রুয়ারি শুরু হয়।

তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা আবারও আগের বছরের তুলনায় অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে যাচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভাতেই এসএসসি পরীক্ষার তারিখ ও রুটিন চূড়ান্ত করা হবে।

পরীক্ষা পেছানোর বিষয়ে কিছু না জানালেও চলতি মাসের মধ্যেই পরীক্ষার রুটিন ও সময়সূচি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।