মধ্যপ্রাচ্যের আকাশে দেখা দিয়েছে আরবি সপ্তম মাস রজবের চাঁদ। এই চাঁদ ওঠার মধ্য দিয়ে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর হৃদয়ে শুরু হয়েছে পবিত্র রমজানের দীর্ঘ প্রতীক্ষা। রজব ও শা’বান মাসের পরেই আসে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। গালফ নিউজের তথ্যমতে, আর মাত্র দুই মাসের ব্যবধানেই শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার এই মহিমান্বিত মাস।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। যদি এই হিসাব সঠিক হয়, তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতো চাঁদের দেখার ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
এদিকে বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে কাল রোববার(২১ ডিসেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

