বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন। আগামী ২৫শে ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে শুক্রবার তিনি সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন।
শুক্রবার (১৯শে ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

