ঢাকাSunday, 14 December 2025 - 05:06 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হারালেন ৭০ দেশের প্রতিযোগীকে,আবারও বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস

admin
December 14, 2025 2:36 am
Link Copied!

মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।

চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় শনিবার (৭ ডিসেম্বর)। বিশ্বের বিভিন্ন দেশের সেরা হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আনাস।

এর আগে জাতীয় পর্যায়ের বাছাইপর্বে প্রথম হয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পান। ইসলামিক ফাউন্ডেশন বাছাইপর্বটি পরিচালনা করে। এটি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আগামী শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে। এর আগে সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। টানা তিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী এই কৃতী হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।