২৪ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন প্রো রেসলিং সুপারস্টার জন সিনা। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে’ শেষবারের মতো রিংয়ে নেমে হেরে যান তিনি। এরপরই ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
শেষ ম্যাচে সাবেক দুইবারের ডব্লিউডব্লিউই হেভিওয়েট চ্যাম্পিয়ন গান্থারের বিপক্ষে লড়েন সিনা। প্রায় ২৫ মিনিটের শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দর্শকরা ছিলেন ভীষণ মনোযোগী। শেষ পর্যন্ত সিনা জয় দিয়ে বিদায় নেবেন, এই আশায় ছিলেন সবাই। কিন্তু গান্থারের স্লিপার হোল্ডে ট্যাপ আউট করেন সিনা।
২০০১ সালে ‘দ্য প্রোটোটাইপ’ নাম নিয়ে ডব্লিউডব্লিউইতে চুক্তিবদ্ধ হন জন সিনা। ২০০২ সালের ২৭ জুন কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের আসল নামে অভিষেক হয় তার। শুরুর দিকে সিঙ্গলস রেসলার হিসেবে তেমন সাফল্য না পেলেও ‘ডক্টর অব থুগানমিক্স’ হিল চরিত্রে রূপ নেওয়ার পরই বদলে যায় তার ভাগ্য। দ্রুত জনপ্রিয়তা পান তিনি।
পরবর্তীতে সিনা ডব্লিউডব্লিউই রোস্টারের অন্যতম প্রিয় মুখে পরিণত হন এবং মোট ১৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হন। এটিই ডব্লিউডব্লিউই স্বীকৃত সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। ছয়বার রেসলম্যানিয়ার মূল ইভেন্টে অংশ নেওয়া এই তারকাকে সর্বকালের সেরা পেশাদার রেসলারদের একজন হিসেবে ধরা হয়।
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত খণ্ডকালীন রেসলার হিসেবে নিজের উপস্থিতি বজায় রাখেন সিনা। ২০২৪ সালের ৬ জুলাই ‘মানি ইন দ্য ব্যাংক’ প্রিমিয়াম লাইভ ইভেন্টে সিনা ঘোষণা করেন, ২০২৫ সালের শেষে ইন-রিং ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি।

