গাজীপুরের কাশিমপুর থানার লোহাকুর উত্তরপাড়ায় যৌথ বাহিনী পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধার করা আলামতগুলোর মধ্যে রয়েছে—
মোট নগদ টাকা: ১,৮৮,৫৭০ টাকা
ইয়াবা: ৭,০০৫ পিস
অ্যান্ড্রয়েড মোবাইল: ১২টি
বাটন মোবাইল: ৩টি
ওয়েট মেশিন: ১টি
সিসিটিভি কন্ট্রোলার: ১টি
গাঁজা: ২ কেজি
বিভিন্ন দেশীয় অস্ত্র
অভিযান পরিচালিত বাড়িটির মালিক আখি আক্তার—তাকেও আটক করা হয়েছে।
যৌথ বাহিনীর দাবি, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় চক্র হিসেবে কাজ করছিল। প্রযুক্তিগত সহায়তা এবং গোপন নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান সফল করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

