জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজন করা হয় 'জুলাই দ্রোহ' মিছিল।
ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠানের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি ছাদেকুজ্জামান খান, আব্দুল বাছেদ মোল্লাহ ও গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী জাকির হোসাইন সহ ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।