গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় হাইওয়ে সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে। নিহতের নাম মোছাঃ নুরি বেগম। তিনি ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেডে জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা না গেলেও পরে সহকর্মীদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাতক যানবাহন চিহ্নিত করার চেষ্টা চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
নিহত নুরি বেগমের অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।