গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বিউটি পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে চালিয়ে আসা ইয়াবার পাইকারি কারবারের চক্রের সন্ধান মিলেছে।
শুক্রবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পার্লারের মালিক সুরাইয়া আক্তারকে ৪৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ
শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। তিনি জানান, সুরাইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
CLOSE AD