ঢাকাMonday, 14 July 2025 - 03:14 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গাজীপুর জেলা পুলিশের কাছে স্মারকলিপি প্রদান

admin
June 27, 2025 6:49 pm
Link Copied!

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ২৬ জুন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখা গাজীপুর জেলা পুলিশ সুপারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মাদক নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার সভাপতি ইয়াসিন আরাফাত, জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, জেলা এইচআরডি সম্পাদক আনিসুর রহমান রুমি এবং অন্যান্য জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দায়িত্বশীলরা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপদ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”
তারা গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার, মাদক ব্যবসায়ী চক্রের দৌরাত্ম্য ও তরুণদের মধ্যে মাদকাসক্তির বিস্তার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।