ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমানা পারভিন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ মনিকুড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদীরের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক তার লিকেজ হয়ে ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়। নিজ ঘরে কাজ করার সময় টিনের বেড়ার সাথে লেগে গুরুতর আহত পারভিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।