ব্লাড ক্যান্সারে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ সাখাওয়াত হোসেন রাজীবের সন্তানের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর নয়াপ্লটনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে আর্থিক অনুদানের চেক তুলে দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও সহ দপ্তরের সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।