বুধবার (২৫ জুন) সিরিজটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফর শেষে পাকিস্তান দল পরবর্তী সিরিজে অংশ নিতে সরাসরি রওনা দেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এ দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে টাইগাররা।