ঢাকাMonday, 14 July 2025 - 02:41 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

admin
June 24, 2025 8:10 pm
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে পিংনা সুজাত আলী অনার্স কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পিংনা এলাকার সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক, পিংনা সকাল বাজার ও আমতলা এলাকা পদক্ষিণ করে পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়।

পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুবদল নেতা নুরুল ইসলাম মন্ডল, সাবেক ছাত্রদল নেতা মকবুল হোসেন, মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহানশাহ, যুবদল নেতা রবিন তালুকদার, রাজিবুল ইয়াসিন, ওয়ার্ড যুবদলের সভাপতি বদিউজ্জামাল বদি, সেলিম রেজা, সাবেক ছাত্র নেতা সুমন ভূইয়া  প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে মো. মিজানুর রহমানকে সভাপতি, জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক ও শাহ জামালকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় উপজেলা যুবদল।দীর্ঘদিন পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ করতে পারেনি ইউনিয়ন যুবদল কমিটি। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে যুবদলের সাংগঠনিক কার্যক্রম জিমিয়ে পড়েছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থেকেও অনেকেই নতুন নেতৃত্বে আসতে পারছেন না।

তারা আরো বলেন, জিমিয়ে পড়া পূর্বের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটির মাধ্যমে পিংনা ইউনিয়ন যুবদলের পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানান বক্তারা।এ ব্যাপারে পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান জানান, সম্মেলনের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। আর পূর্নাঙ্গ কমিটি গঠন করার কোন অনুমোদন উপজেলা কমিটি দেয় নাই। আর আমরা একটা কমিটির তালিকা করে পাঠিয়েছি কিন্তু সেটি অনুমোদন হয়নি এখনো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।