টঙ্গী-উত্তরা যাতায়াতের জন্য টঙ্গীর তুরাগ নদের আইচি খেয়াঘাটে দীর্ঘদিন ধরে পারাপারের জন্য জনপ্রতি ২ টাকা নির্ধারিত থাকলেও ১০ টাকা নেওয়া হতো। আজ আনুষ্ঠানিকভাবে এই ভাড়া ২ টাকা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
স্থানীয়রা জানায়, কাগজে কলমে নদী পারাপারের জন্য যাত্রী প্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেওয়া হতো।
যাত্রীদের অভিযোগ শুনে বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ তা পূরণ করা হলো। অনুষ্ঠান শেষে অতিথিরা ২ টাকা করে টিকিট নিয়ে নদী পার হয়।
এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়া ঘাটের ইজারাদার টুটুল সরকার, অ্যাডভোকেট জি এম ইব্রাহিম, মশিউর রহমান, যুব নেতা রুবেল, আরিফ, রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা বিক্রম, মাইনুল, গাজী ওমর ফারুক, যুব নেতা জিয়াসহ বিএনপির নেতা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।