কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রিয় সিদ্ধান্তের অংশ হিসেবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র মুজিবর রহমান, সাবেক উপজেলা সভাপতি জনাব হেলাল, সাইজুদ্দিন আহমেদ,এড. রফিকুল ইসলাম রফিক সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নবগঠিত কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নিরসন করা হবে বলে জানান।
এ সময় হাজার হাজার নেতা কর্মীরা পারভেজ আহমেদের মুক্তির দাবিতে স্লোগান দেন। নেতা কর্মীদের হাতে প্লে_কার্ড,স্টিকার,ব্যানার মাথায় ফিতা বেধে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।