গাজীপুরের কাশিমপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৯টি ঘর। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার, বিশেষ করে কলেজ ছাত্র মো. সজিব হোসেন। আগুনে তার বই-খাতা, পরীক্ষার প্রবেশপত্র ও জমানো ৮৪ হাজার টাকা পুড়ে যায়। সজিবের স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এখন সব শেষ।
মঙ্গলবার (২১ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাধবপুর মধ্যেপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২২ রুম বিশিষ্ট একটি টিনশেড ভবনের ভিতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৯টি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বই, খাতা, অ্যাডমিট কার্ড—সব পুড়ে গেছে’
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সজিব হোসেন বলেন,
“আগামী ২৬ জুন আমার এইচএসসি পরীক্ষা। বই-খাতা, এডমিট কার্ডসহ সব পুড়ে গেছে। ৮৪ হাজার টাকা জমিয়ে রেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। সেই স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেল।”
খুবই নম্র, ভদ্র ও ধার্মিক ছেলে’
সজিব স্থানীয় আল হেরা জামে মসজিদের মুয়াজ্জিন ও স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত। নামাজ-কালামে অভ্যস্ত এই শিক্ষার্থী এলাকার সকল ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশ নেন। মসজিদের ইমাম হাফেজ কোরবান আলী বলেন, “সজিব একজন অমায়িক ও ধার্মিক ছেলে। সে শুধু আযানই দেয় না, মসজিদের অন্যান্য কাজেও এগিয়ে আসে। তার এমন বিপদে আমরা সবাই ব্যথিত।” দ্রুত সহায়তা প্রয়োজন
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আশ্রয় ও খাবার সংকটে পড়েছে তারা। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন এবং সজিবের শিক্ষাজীবন যেন বন্ধ না হয়—সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।”