কেন্দ্রীয় সংগঠন ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলাধীন আজমতপুর স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,কালিগঞ্জ উপজেলা শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর জেলার সম্মানিত সভাপতি ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা খায়রুল হাসান।
এ সময়ে অতিথিরা গাজীপুরকে দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অযাচিত বৃক্ষনিধনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং বেশি বেশি বৃক্ষরোপণে উৎসাহিত করেন।