ঢাকাMonday, 14 July 2025 - 01:06 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বিএনপি নেতা পারভেজ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি।

admin
June 20, 2025 7:47 pm
Link Copied!

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিজলতলী ও কালিয়াকৈর মডেল মসজিদ এলাকায় দলীয় নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয়। নবগঠিত কালিয়াকৈর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি নিয়ে পারভেজ আহমেদের বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে হামলা-মামলা, বহিষ্কার,আনন্দ মিছিল নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি অংশগ্রহণ করে। এতে উত্তাল কালিয়াকৈরে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার হিজলতলী এলাকায় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সহধর্মিনী লিপি আহমেদ তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। পরে পারভেজ আহমেদের বহিষ্কারাদেশ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হিজতলী বংশাই ব্রিজ থেকে শুরু করে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীরা রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন। নেতা কর্মীদের হাতে প্লে-কার্ড, স্টিকার,ফেস্টুন ব্যানার, কর্মীদের মাথায় ফিতা বেঁধে তারা মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন। এ সময় তারা পারভেজের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে,মুক্তি চাই মুক্তি চাই, পারভেজ ভাইয়ের মুক্তি চাই, বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই স্লোগানের মুখরিত করে তোলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।