নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার দুপুর চারটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।
হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম নোটিশ বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি যাত্রী নিয়ে মেঘনা নদী দিয়ে ভাসানচর থেকে হাতিয়ার দিকে যাচ্ছিল।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে ২০ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে ১৯ যাত্রী এখনও নিখোঁজ।
নিখোঁজদের খোঁজে নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ওসি (তদন্ত) খোরশেদ আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।