নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে তিন ভাইকে হাত পা বেঁধে ফেলে রেখে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার গভীর রাতে কালিয়াকৈর -ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত উপজেলার নামাশুলাই গ্রামের বাবুল, ইব্রাহিম ও আলমের বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে একই বাড়িতে বসবাসরত তিন ভাই বাবুল, ইব্রাহিম ও আলমের বাড়িতে একে একে হানা দেয় কালো মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল। সশস্ত্র ডাকাতরা প্রথমে দ্বিতীয় তলায় অবস্থানরত ইব্রাহিমের কক্ষের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কক্ষের সবাইকে হাত-পা বেঁধে ফেলে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এরপর ডাকাতরা ইব্রাহিমের সাহায্যে নিচতলায় অবস্থানরত আরেক ভাই বাবুলকে ডেকে তুলে কক্ষে প্রবেশ করে। সেখানেও একই কায়দায় কক্ষের সবাইকে হাত-পা বেঁধে ফেলে রেখে সর্বস্ব লুটপাট করে।
সর্বশেষ আলমের কক্ষের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে সশস্ত্র ডাকাতদল। এসময় একই কায়দায় নগদ টাকাসহ মূল্যবান স্বর্ণালংকার লুটপাট করে দ্রুত চম্পট দেয় । মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতরা নগদ টাকা ও ২০ ভরি উজনের বিভিন্ন স্বর্ণের অলংকার লুট করে নিয়ে গেছে বলে পরিবার সূত্রে জানা যায়।
এ ঘটনায় এলাকায় চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন , পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । অপরাধীদের শনাক্ত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।